পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার মূল পরিকল্পনাকারীকে আটক করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
শনিবার দুপুরে সিএমপি কার্যালয়ে নগর পুলিশের নিয়মিত ব্রিফিংয়ে এই দাবি করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।
আটক ওই যুবকের নাম শাহ জামাল রবীন (২৮)। শুক্রবার দিবাগত রাতে নগরীর বায়েজিদ থানার শীতলঝর্ণা এলাকা থেকে তাকে আটক করা হয়। রবীন কুমিল্লার লাকসাম থানার মো. শাহজাহানের ছেলে।
ব্রিফিংয়ে ইকবাল বাহার সাংবাদিকদের জানান, শাহ জামাল মিতু হত্যার মূল পরিকল্পনাকারী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘মিতু হত্যার সময় ঘটনাস্থলে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হয়ে যে যুবক হত্যাকাণ্ডে অংশ নেয় আমরা সন্দেহ করছি রবিনই সে যুবক। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে তথ্য আদায়ের চেষ্টা করা হচ্ছে।’
প্রসঙ্গত, ৫ জুন চট্টগ্রাম নগরীর ওআর নিজাম রোডে সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের উপর্যপুরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৬/মাহবুব