আবারও একদফা পেছালো আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জাতীয় সম্মেলনের তারিখ। আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত হবে দলের জাতীয় কাউন্সিল। এরআগে ১০ ও ১১ জুলাই নির্ধারণ করা হয়েছিল।
আজ গণভবনে দুপুরে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল। বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল নেতা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৬/ আফরোজ