চট্টগ্রামে ‘জঙ্গি বিরোধী’ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৭৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কয়জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তা জানাতে পারেনি পুলিশ। শুক্রবার সারা রাত এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ জানায়, শুক্রবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ২টি করে রাইফেল ও এলজি উদ্ধার এবং ২৭৬ জনকে আটক করা হয়। সিএমপি সুত্রে জানা যায়, শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১০০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৭ জন জামায়াত শিবির রয়েছে। আটকদের যাচাই বাছাই করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৬/ আফরোজ