নগরীতে একটি ব্রিজের নিচ থেকে অধপোড়া একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নগরীর খুলশী থানাধীন আমবাগান কেন্টিন গেট এলাকার পাহাড়ের ঢাল সংলগ্ন একটি ব্রিজের নিচ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘সকালে শিশুরা ক্রিকেট খেলার সময় বল ওই ব্রিজের কাছে গিয়ে পড়ে। এসময় বলটা খুড়িয়ে আনতে গেলে লাশটি দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’
পুলিশ জানায়, অন্য কোথায় খুনের পর এখানে লাশ ফেলা হয়েছে। খুনের পর লাশ আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৬/ আফরোজ