রাজশাহীর চারঘাট পৌরসভার গোপালপুর গ্রাম থেকে ৫টি হাত বোমা ও বিপুল পরিমাণ জিহাদি বইসহ জেএমবি সদস্য আহমেদ বিন আবদুল্লাহ ওরফে লালনকে (৩২) আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে চারঘাট মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালনকে আটক করে।
আটক লালন চারঘাট গোপালপুর গ্রামের মৃত আব্দুল্লাহ শেখের ছেলে। আজ শনিবার দুপুরে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত ২টার দিকে গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে লালনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। ওই সময় তার বাড়ি তল্লাশি করে ৫টি হাতবোমা, বিপুল পরিমাণ জিহাদি বই, পোস্টার ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়। আটক লালনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে। এর আগে ২০০৬ সালে লালন জেএমবির সদস্য হিসেবে র্যাবের হাতে আটক হয়। ওই সময় র্যাব সদস্যরা চারঘাট থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় ১০ বছর কারাভোগ করে কিছুদিন আগে সে বেরিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডের আবেদন করা হেেয়ছে।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৬/ আফরোজ