নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় নারায়ণগঞ্জ নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের বাবুরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সদর মডেল থানায় সন্ত্রাসীদের তালিকায় হাসানের নাম রয়েছে। এছাড়া তিনি নাশকতাসহ বিভিন্ন মামলার আসামিও।
তাই শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এসআই শফিক।
বিডি-প্রতিদিন/ ১১ জুন ১৬/ সালাহ উদ্দীন