এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড নিয়ে আল কায়দা ভারতীয় উপমহাদেশের বিবৃতিও গুরুত্বের সহকারে নিয়েছে মামলার তদন্তকারি কর্মকর্তারা। কি কারণে আল কায়দা এ বিবৃতি দিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার সিএমপি'র নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান কমিশনার ইকবাল বাহার। তিনি বলেন, 'একজন নিরাপরাধ গৃহবধূকে মারা হয়েছে যার লেবাস পরিপূর্ণ ইসলামী। এ কারণে তারা নিজেদের বাঁচাতে কিংবা জড়িত না থেকেও এ ধরনের বিবৃতি দিতে পারে। আমরা সব বিবেচনা করে কাজ করছি।'
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর সকালে নগরীর জিইজি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। পুলিশের ধারণা- বাবুল আকতারের জঙ্গি বিরোধী তৎপরতার কারণে টাগের্ট কিলিংয়ের শিকার হন তার স্ত্রী মিতু। মামলা তদন্তের মূল দায়িত্বে আছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে র্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই) তদন্তে সহায়তা করছে।
বিডি-প্রতিদিন/ ১১ জুন ১৬/ সালাহ উদ্দীন