বিল বোর্ডের অপসারণের সময় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)'র নামিয়ে ফেরা সিসিটিভি ক্যামেরা ফেরা লাগানো হচ্ছে।
শনিবার বিকেল থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো শুরু হয়। মুলত এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পর সিসি ক্যামেরা ফুটেজের 'অভাবে' খুনিদের ধরতে বেগ পোহাতে হচ্ছে সিএমপিকে। এরপর থেকে নামিয়ে ফেলা ৭৮টি সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেয়া হয়।
সিএমপির সহকারী কমিশনার (আইসিটি, পিআর ও প্রশাসন) জাহাঙ্গীর আলম বলেন, ‘বাবুল আকতারের স্ত্রী হত্যার পর সিসি ক্যামেরা ফুটেজের অভাব বুঝা গেছে। তাই নামিয়ে ফেলা সিসি ক্যামেরাগুলো লাগানোর কাজ শুরু হয়েছে।’
বিডি-প্রতিদিন/ ১১ জুন ১৬/ সালাহ উদ্দীন