প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি।
পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে টেবিলে টেবিলে ঘুরে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন- সাবেক প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোটের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবীসহ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতারা।
বিডি-প্রতিদিন/ ১১ জুন ১৬/ সালাহ উদ্দীন