ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের পাশে ময়না (২৮) নামের এক নারীর লাশ পাওয়া গেছে।
রবিবার ভোর ৬টায় হাসপাতালের নতুন ভবনের উত্তর পাশে মৃতদেহটি পাওয়া যায় বলে জানান ঢামেকের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা আনসারের এপিএস কবির।
ফয়জুল নামের এক যুবকের বরাত দিয়ে তিনি জানান, মৃত ওই নারীর নাম ময়না, স্বামীর নাম আক্তারুজ্জামান। তার গ্রামের বাড়ি নীলফামারি।
এপিএস কবির জানান. কিডনি জনিত রোগে গত মাসে এই নারী ঢামেকের নতুন ভবনের ৯ তলায় ভর্তি হন। রবিবার ভোর ৪টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বিষয়টি আমরা শাহবাগ থানায় জানিয়েছি।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব