দেশব্যাপী সাঁড়াশি অভিযানের চতুর্থ দিনে রংপুরে ৩ জেএমবি এবং ৩ জামায়াত কর্মীসহ ৯৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক।
তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা নাশকতা, চুরি-ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেফতারদের সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান আবদুল্লাহ আল ফারুক।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/মাহবুব