দেশব্যাপী সাঁড়াশি অভিযানের চতুর্থ দিনে রাজধানীর কামরাঙ্গীর চর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
আটককৃতদের নাম-পরিচয় না জানালেও তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্তকর্তা।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/মাহবুব