গাজীপুরের শিববাড়ি এলাকায় ভাড়ায় চালিত প্রাইভেটকারের এক চালককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আমির আলী গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকার মৃত রওশন আলীর ছেলে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. শামীম হোসেন জানান, সোমবার রাতে কয়েকজন দুর্বৃত্ত বড়বাড়ি এলাকা থেকে আমির আলীর ভাড়ায় চালিত প্রাইভেটকারটি ভাড়া নেয়। এক পর্যায়ে কারটি শিববাড়ি এলাকায় পৌঁছালে কারের ভেতরে দুর্বৃত্তরা আমির আলীকে বেপরোয়াভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় আমির আলীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এছাড়া লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৬/হিমেল-০৬