চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় 'জঙ্গিবিরোধী' অভিযান চালিয়ে ২১৫ জনকে আটক করেছে পুলিশ। তবে এদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কেউ আটক হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটক ২১৫ জনের মধ্যে জামায়াত-শিবিরের ১১ জন সন্ত্রাসী আছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, জেলার ১৬ থানায় রাতভর অভিযান চালিয়ে ২১৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ জন শিবির ও ৯ জন জামায়াত দলীয় সন্ত্রাসী আছে। একই অভিযানে ২টি শর্টগান, ৮টি কার্তুজ, ৩৫ লিটার চোলাই মদ, ৫৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন ১৬/ সালাহ উদ্দীন