বৈরী আবহাওয়ায় বরিশালের আভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া আভ্যন্তরীণ নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়েছে। আজ সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বরিশালের আভ্যন্তরীণ নৌ-রুটে ২ নম্বর ও সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
এদিকে সতর্কতা সংকেত থাকায় ৬৫ ফুটের নীচে কোন লঞ্চ চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন বরিশাল নৌ-বন্দর কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৬/হিমেল-১৩