হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি স্বর্ণসহ রিপন রেজা (৪১) নামে এক যাত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে আটক করা হয় বলে জানান আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি তানজিনা আকতার।
আটক রিপন রেজার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়।
এএসপি তানজিনা আকতার আরও বলেন, ''কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন রিপন। এরপর তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করছিল। এ সময় আমর্ড পুলিশ তাকে আটক করে তল্লাশী চালালে ব্যাগ বহনকারী ট্রলির নিচে স্কচ টেপ-মোড়া দেড় কেজি ওজনের ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়।”
জব্দ করা এসব সোনার বাজার দর আনুমানিক ৭৫ লাখ টাকা বলে জানান এপিবিএন কর্মকর্তা তানজিনা।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/মাহবুব