পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার আজ বৃহস্পতিবারও পুলিশ সদর দফতরে গিয়েছিলেন। বেলা সাড়ে ১১টা দিকে তিনি সেখানে প্রবেশ করেন। সেখানে ডিআইজি সংস্থাপনসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করে আধা ঘণ্টা পর বেরিয়ে যান। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাবুল আকতারের শ্বশুর মোশাররফ হোসেন বলেন, ''আজও বাবুল পুলিশ সদর দফতরে গেছে। গত এপ্রিলে পদোন্নতির পর তার চাকরি পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়। তাকে নতুন কোথাও পোস্টিং দেওয়া হয়নি। কাজেই তিনি পুলিশ সদর দফতরে যাবেন এবং ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন এটাই স্বাভাবিক নিয়ম।''
এর আগে বুধবার দুপুর সোয়া ১টায় পুলিশ সদর দফতরে প্রবেশের পর রাত ১০টার দিকে বনশ্রীতে শ্বশুরের বাসায় ফিরে আসেন বাবুল আক্তার।
স্ত্রী মিতু হত্যার পর থেকে এসপি বাবুল আক্তারের কাজে যোগ দেওয়া নিয়ে চলছে নাটকীয়তা। কাজে তিনি যোগ দিয়েছেন কি দেননি, বিষয়টি পুলিশের দায়িত্বশীল কেউ নিশ্চিত করেননি।
৫ এপ্রিল পদোন্নতি পাওয়ার পর থেকে তিনি পুলিশ সদর দফতরে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত রয়েছেন। একমাস পর ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি'র মোড় এলাকায় স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পর থেকে তিনি আর অফিস করেননি। এ সময়ে তিনি ছুটিতেও ছিলেন না বলে সংশ্লিষ্টরা জানান।
স্ত্রী মিতু নিহত হওয়ার পর, গত ২৪ জুন রাতে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ১৬ ঘণ্টা পর তাকে ২৫ জুন সন্ধ্যায় বনশ্রীতে তার শ্বশুরের বাসায় আবার পৌঁছে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ