রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনের নিবন্ধন ফি তিন হাজার ৫৭০ থেকে কমিয়ে ২ হাজার ২০০ টাকা করার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা। বুধবার রাবির উপ-উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে কর্তৃপক্ষ বরাবর তারা এ স্মারকলিপি দেন। এছাড়া সমাবর্তনে ‘মানসম্মত’ বক্তা ও নিবন্ধনের সময় বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র স্নাতকোত্তর ক্যাটাগরিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়। আর এই একটি ক্যাটাগরিতে ৩ হাজার ৫৭০টাকা ফি নির্ধারণ করা হয়েছে। যেখানে ঢাবিতে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্যাটাগরিতে নিবন্ধন ফি ছিল দুই হাজার টাকা করে, জাবিতে স্নাতক ক্যাটাগরিতে এক হাজার ৫০০ টাকা, স্নাতকোত্তর ক্যাটাগরিতে এক হাজার ৫০০ টাকা, স্নাতক-স্নাতকোত্তর যৌথ ক্যাটাগরিতে দুই হাজার ৫০০ টাকা এবং চবিতে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্যাটাগরিতে দুই হাজার টাকা নির্ধারিত ছিল। সেই হিসেবে রাবির এই ফি নিঃসন্দেহে অতিরিক্ত ও অবাস্তব।
শিক্ষার্থীদের দাবি, ঢাবি, জাবি ও চবির তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফি বেশি নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি ২ হাজার টাকায় সমাবর্তন করতে পারে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় কেন পারবে না?
স্মারকলিপি গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘উপাচার্য রাজশাহীর বাইরে অবস্থান করছেন। তিনি আসলে সমাবর্তন কমিটির মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৭