সম্প্রতি মন্ত্রিসভায় পাস হওয়া 'বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৬' সাংঘর্ষিক মন্তব্য করে আইনটি প্রত্যাহার ও পরিবর্তনের দাবি জানিয়েছেন ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ’ কমিটির চেয়ারম্যান সুলতানা কামাল।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সুলতানা কামাল বলেন, ‘বিশেষ প্রেক্ষাপটে’ ১৮’র নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে বলে যে আইন সভায় পাস হয়েছে এটা সাংঘর্ষিক। এ আইনের মাধ্যমে বাল্য বিয়ে রোধ নয় বরং আরো বাড়বে। মন্ত্রিসভায় পাস হওয়া এ আইন আমরা প্রত্যাখান করছি। এছাড়া অবিলম্বে এ আইন পরিবর্তনের দাবি করছি।
তিনি আরো বলেন, মেয়েরা সাধারণত ১২ বছর বয়স থেকেই গর্ভধারণের উপযুক্ত হয়। তাহলে যে মেয়েটি অনাকাঙ্খিত কারণে ১৪ বছর বয়সে গর্ভধারণ করবেন। সেখানে এ আইন কি ভূমিকা রাখবে?
রিশা, শারমিন ও তনুর ঘটনা উল্লেখ করে সুলতানা কামাল বলেন, বখাটেদের কারণে প্রতিদিন কোথাও না কোথাও ঝরে যাচ্ছে নারীর জীবন। এছাড়া নারীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার পেয়েছেন। কিন্তু নারীরা যদি প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে থাকেন তাহলে প্রধানমন্ত্রীর পুরস্কার পাওয়া উপহাসে পরিণত হবে।
এছাড়া তিনি পুরস্কার পেয়েছেন নেতা হিসেবে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। আর এ যদি অবস্থা হয় তাহলে আমরা জবাবদিহি করছি কার কাছে? আমরা অবিলম্বে বাল্য বিয়ে নিরোধ আইন পরিবর্তনের দাবি জানাচ্ছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়ক জিনাত আরা হক, জাতীয় কমিটর সদস্য বনশ্রী মিত্র প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ