নিরাপত্তার অজুহাত দিয়ে বাংলাদেশে খেলতে না আসায় আজ অস্ট্রেলিয়ার কঠোর সমালোচনা হয়েছে সংসদে। একইসাথে উন্নত দেশগুলো বাংলাদেশের প্রতি তাদের নিজেদের অন্যায় অভিমত চাপিয়ে দেয় বলেও অভিযোগ উত্থাপিত হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনের আজকের বৈঠকে বাদ জোহর সংসদে পয়েন্ট অব অর্ডারে এ অভিযোগ করেন জাসদের একাংশের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল। তিনি বলেন, গত শনিবার লন্ডন রক্তাক্ত হয়েছে। এ বছর মোট ৩ বার রক্তাক্ত হয়েছে লন্ডন। যেখানে গত শনিবার রক্তাক্ত হয়েছে তার ২ কিলোমিটারের মধ্যে হোটেলে আমাদের ক্রিকেট দল অবস্থান করছিল। আমি খুব স্পষ্টভাবে বিশ্বের তথাকথিত উন্নত দেশগুলোকে বলতে চাই, আপনারা একই বিষয়ে অন্যরকম আচরণ করেছেন। বাংলাদেশে এ ধরণের সামান্যতম ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া বলেছে, বাংলাদেশে নিরাপত্তা নাই, তারা খেলতে যেতে পারবে না।
তিনি বলেন, আমি জিজ্ঞেস করতে চাই, ম্যানচেস্টার এবং লন্ডনে এই যে ঘটনাগুলো ঘটল এই ঘটনাগুলোর পরে অস্ট্রেলিয়াতো বলেনি খেলা বন্ধ করে তারা দেশে ফেরত যাবে। অথচ বাংলাদেশের প্রতি যে আচরণটি তারা করল সেই আচরণ এ ক্ষেত্রে কিন্তু অনুপস্থিত। বিশ্বের তথাকথিত মাদবরেরা অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশের মত দেশগুলোর উপর নিজেদের অন্যায়-অবিবেচনা প্রসূত অভিমত চাপিয়ে দেয়।
তিনি বলেন, তারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। আজকে কিন্তু জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কেউ এখন নিরাপদ নয়। এটা সারাবিশ্বের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছ, এ কথাটিই বাংলাদেশ বলেছিল। আমরা অত্যান্ত জনবহুল একটা দশ, এই জনবহুল দেশের নিরাপত্তার জন্য আমরা আমাদের সাদ্যমত চেষ্টা করছি। এবং সেই চেষ্টার প্রতিশ্রুতিতে আমরা ব্যাপারটিকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছি। এসময় লন্ডনে আক্রান্ত এবং নিহত মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমাদের ছেলেরা বীরের জাতি, ওরা খেলার মাঠ পরিত্যাগ করে আক্রান্ত লন্ডন ত্যাগ করে বাড়িতে ফিরে আসবে না।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
- আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
- দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও
- সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা
- মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি
- আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন হেন্ডারসন
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ক্যামেরুন ও মালাবির দু’টি স্থান
- সংবিধানে পরিবেশ অধিকারকে 'মৌলিক অধিকার' করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের
- মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- বেরোবিতে ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে লাইভ করার চেষ্টায় উত্তেজনা
- ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফের
- বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর
বাংলাদেশে খেলতে না আসায় অস্ট্রেলিয়ার সমালোচনা সংসদে
নিজস্ব প্রতিবেদক:
অনলাইন ভার্সন

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর