বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মতামত শুনতে একজন বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যের জন্য দেশের সাংবাদিকরা 'চাতক পাখির মতো' তাকিয়ে থাকে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য তাহজীব আলম দিদ্দিকী।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায়।
ওই প্রসঙ্গ তুলে ধরে জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া তাহজীব বলেন, কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো রাষ্ট্রদূতের ‘এত ঘটা করে মন্তব্য করার’ নজির আছে নেই।
এদিন একই সঙ্গে সাংবাদিকদের আচরণ নিয়েও সমালোচনা করেন তাহজীব। তিনি বলেন, সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বেরিয়ে আসলে দেশের সংবাদ মাধ্যমগুলো আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে কীভাবে তার মন্তব্যের জন্য চাতক পাখির মতো কেন তাকিয়ে থাকে তা বোধগম্য নয়। এসব ঘটনা জাতি হিসেবে আমাদের কতটা ছোট করে, প্রশ্ন রাখেন তিনি।
যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ আখ্যা দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের মানুষ ভবিষ্যতে একটি ত্রুটিমুক্ত মার্কিন নির্বাচন দেখতে চায়।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৭/মাহবুব