রাজধানীর মোহাম্মদপুরে নুসরাত জাহান (২৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মোহাম্মদপুরের রায়েরবাজার পাবনা হাউজ গলির ৭৬/৬ নম্বর বাসার ৪ তলায় আজ দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত নুসরাত বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নুর হোসেনের মেয়ে। স্বামী জুনায়েদ আক্রামের সঙ্গে তিনি থাকতেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার