সাভারে পৌর যুবলীগ নেতা হত্যার ঘটনায় সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলরকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলা দায়ের করেছে নিহতের পরিবার।
সোমবার সাভার মডেল থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করেন নিহতের পরিবারের সদস্যরা।
জানায় জমি দখলকে কেন্দ্র করে সাভারের জামসিং টেউটি এলাকায় সাভার পৌর যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সালকে টেটা দিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন।