শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
- আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
- দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও
- সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা
- মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি
- আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন হেন্ডারসন
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ক্যামেরুন ও মালাবির দু’টি স্থান
- সংবিধানে পরিবেশ অধিকারকে 'মৌলিক অধিকার' করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের
- মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- বেরোবিতে ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে লাইভ করার চেষ্টায় উত্তেজনা
- ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফের
- বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর
এতিমদের নিয়ে অন্যরকম ইফতারি
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম :
অনলাইন ভার্সন

সারিবদ্ধভাবে বসে আছে প্রায় ৫০ জন এতিম। সবার চেখে-মুখে হাসি। চেহেরায় আনন্দ-উচ্ছাসের ছাপ। কোন কিছুর প্রাপ্তি যেন ছুঁয়েছে তাদের। করণ চোখের সামনে আছে মুখরোচক খাবার। সঙ্গে আছে ঈদের বর্ণিল পোশাক। একটু পরই এসব কাপড় তাদের হয়ে যাবে। আনন্দে উদ্বেলিত হবে তারা। নানা সময়ে অপ্রাপ্তিতে ভরপুর থাকা এসব অবহেলিত শিশু-কিশোররা ইফতারে ভূরিভোজ করতে পারছে। ঈদে পরতে পারবে পছন্দের পোশাক- এতেই তাদের প্রাপ্তি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পরিচালনাধীন ‘আলহাজ্ব মোস্তাফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর মাধ্যমে প্রতিদিন ৫০জন এতিমকে করানো হয় ইফাতারি। সঙ্গে দেওয়া হয় এসব বঞ্চিত শিশুদের ঈদের জামা, জুতাসহ নানা পোশাক। এভাবে রমজান মাসে প্রতিদিন ৫০জনকে ৩০টি এতিমখানার ১ হাজার ৫০০ জনকে খাওয়ানো হচ্ছে ইফতারি এবং তাদের দেওয়া হচ্ছে ঈদের নতুন পোশাক।
প্রতিদিন নির্দিষ্ট একটি বাস এতিমখানা থেকে ৫০জনকে বাসায় নিয়ে আসা হয় এবং তাদের আবার এতিমখানায় পৌঁছে দেওয়া হয়। এভাবে এতিমদের নিয়ে অন্যরকম ইফতারির আয়োজন চলছে সাবেক মেয়রের।
মোস্তাফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক মোহাম্মদ মনজুর আলম বলেন, এই রমজানে বঞ্চিত এতিমদের জন্য কিছু করার চেষ্টা করছি। এ লক্ষ্যে আগে থেকেই আমরা নগরের ৩০টি এতিমখানার একটি তালিকা প্রণয়ন করে তাদের কাছ থেকে এতিমদের নাম, পোশাকের সাইজ সংগ্রহ করেছি। সে তালিকা মতে প্রতিদিন তারা বাসায় আসে। আমরা এক সঙ্গে বসে ইফতার করি। এ কাজে আমি অনেক আনন্দ উপভোগ করছি।
ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক সারোয়ার আলম বলেন, রমজানে প্রতিদিন ইফতারের সময় ফাউন্ডেশনের একটি ট্রাকে করে ৩০০ পথচারিকে ইফতারি করানো হয়। ইফতারিতে থাকে ছোলা, কলা, পিঁয়াজু, বেগুনি, খেজুর ও মুড়ি। রমজানেই ৪০ হাজার পরিবারকে দেওয়া এক বস্তা করে ইফতারি ও সেহরি। তাছাড়া ১০ হাজার গার্মেন্টস কর্মীকেও দেওয়া হয় ইফতার সামগ্রী।
জানা যায়, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয় অর্ধশত প্রতিষ্ঠান। এর মধ্যে আছে, বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, বঙ্গবাতা ফাউন্ডেশন, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মাতৃসদন হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, কো-অপারেটিভ সোসাইটি, বয়স্কদের আশ্রয়স্থল ‘আফিয়া খাতুন প্রবীণ নিবাস’। কেবল চট্টগ্রাম নয়, নানা প্রতিষ্ঠান গড়ে তোলেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার এক নম্বর মেরুং ইউনিয়নে প্রতিষ্ঠা করে ‘হোসনে আরা মনজুর বিদ্যানিকেতন’, মানিকছড়িতে মসজিদ, বগুড়ার গোসাইবাড়ি ধুনট এলাকায় বায়তুল মামুর জামে মসজিদ, গাইবান্ধায় ‘মসজিদে আয়েশা’।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর