সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে ভাইয়ের বিরুদ্ধে তামান্না বেগম (১৬) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ভাইকে স্থানীয়রা আটক করলেও তার নাম জানা যায়নি।
বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ১২৬৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
নিহত তামান্না সীমান্তবর্তী হালিছড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়- তামান্নার সাথে একই গ্রামের চান মিয়ার ছেলে জাফর মিয়ার (২০) প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে বাড়িতে ফিরে তামান্না ও জাফরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে ক্ষিপ্ত হয় তামান্নার ভাই তাজুল ইসলাম (২০)।
এনিয়ে ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে বুধবার সকাল ৮টার দিকে তাজুল বাড়ির পাশে তামান্নাকে গলা কেটে হত্যা করে।
ওসি দেলোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে হত্যাকারীর নাম এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানা যাবে। হত্যাকাণ্ডের পর মেয়েটির ভাইকে স্থানীয়রা আটক করেছে জানতে পেরেছেন বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৭/মাহবুব/হিমেল