রাজধানীর মিরপুরে ২ নম্বরে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে সুলতান হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
বুধবার সকাল ৯টায় দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহত বৃদ্ধের সঙ্গে থাকা নাতি ওয়াসিব খান রিয়াজ।
নিহত সুলতান বরগুনার তালতলী উপজেলা মৌরবী গ্রামের বাসিন্দা।
রিয়াজ জানান, দাদার চোখের চিকিৎসার জন্য বাসে করে গাজীপুর থেকে মিরপুরের একটি চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তারা। তবে হাসপাতালের সামনেই চলন্ত বাসের থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সুলতান হাওলাদারের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৭/মাহবুব