হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার খোঁজ খরর নিতে হাসপাতালে এসেছেন জাতীয় পাটির চেয়ারম্যান এইচএম এরশাদ। পুরনো ঢাকার আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বুধবার দুপুরে যান তিনি।
এরশাদের সঙ্গে ছিলেন দলের সংসদ সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। অাধা ঘণ্টার বেশি সময় অাইসিউতে অবস্থান করেন এরশাদ।
এদিকে, আট সদস্যের মেডিকেল টিম গঠন করে আল্লামা শাহ আহমদ শফীর উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল টিম বুধবার সকাল ১০টায় মেডিকেল রিপোর্ট ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে দীর্ঘ বৈঠকের পর হেফাজত আমিরের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন।
বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ছাড়া তার কোনো রোগ নেই বলেও দাবি করেছে মেডিকেল টিমটি।
শারীরিক দুর্বলতা অনুভব করায় ১৮ মে আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মহানগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় আনা হয়।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৭/আরাফাত