রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি পশ্চিম) একেএম নাহিদুল ইসলামকে প্রত্যাহার ও তার শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বঙ্গবন্ধু কলেজের সামনে এ কর্মসূচি পালন করে ওই কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজ কুমার সরকার।
বঙ্গবন্ধু কলেজ শিক্ষক সমিতির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ-সভাপতি কামরুজ্জামান, ইতিহাস বিভাগের শিক্ষক লুৎফর রহমান, গণিত বিভাগের প্রভাষক শাহাদৎ হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ওয়াহেদা সুলতানা প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর বন্ধগেট-বর্ণালী মোড় এলাকায় রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি পশ্চিম) একেএম নাহিদুল ইসলামের বিরুদ্ধে কলেজ শিক্ষক, সিটি করপোরেশনের এক কর্মকর্তাসহ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে পেটানোর অভিযোগ উঠে। সড়কে তার গাড়িকে সাইড দিতে দেরি হওয়ায় তিনি এ ঘটনা ঘটান।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/এনায়েত করিম