বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানীর মামলা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদউল্লাহ সাজু বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক অমিত কুমার দে মামলাটি আমলে নিয়ে বিবাদীর প্রতি সমন জারীর নির্দেশ দেন। গাজী তারিক সালমন বর্তমানে বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত রয়েছেন।
আদালত সূত্র জানায়, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন যে কর্মসূচির আয়োজন করে তার জন্য আমন্ত্রণপত্র ছাপানো হয়। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ওই আমন্ত্রণপত্রের কার্ডে বঙ্গবন্ধুর যে ছবি ব্যবহার করা হয় তা ছিল বিকৃত এবং কার্ডের শেষের পাতায়। ওই আমন্ত্রণপত্র হাতে পাওয়ার পর সর্বত্র নিন্দার ঝড় উঠে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে। ছবি বিকৃত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মানিত করা হয়েছে। এ ঘটনায় ৫ কোটি টাকার মানহানীর মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে নির্বাহী অফিসার (ইউএনও) গাজী তারিক সালমন জানান, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৭ মার্চ উপজেলা প্রশাসন শিশু শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কারপ্রাপ্তদের হাতে আকা ছবি ব্যবহার করে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছাপানোর ঘোষনা দেয়া হয়েছিল। সে অনুযায়ী পুরস্কারপ্রাপ্তদের হাতে আকা ছবি ব্যবহার করে ওই আমন্ত্রণপত্র ছাপানো হয়েছিল। স্বার্থ হাসিল না করতে পেরে যারা বিষয়টি ভিন্নখাতে নিয়ে অভিযোগ তুলছেন, তারা বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/হিমেল