রাজধানীতে অভিযানে কালে এক ইয়াবা ব্যবসায়ী আটক এবং পাঁচ প্রতিষ্ঠান’কে ২ লক্ষ ২৭ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ও মাসুদ আলী বেগ এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান, মঙ্গলবার উত্তরায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন ব্যতীত খাবার বিক্রি করায় “প্রোপাইল কফি ফাস্ট ফুড” এর ব্যবস্থাপক আহসান উল্লাহ’কে ২ লাখ টাকা জরিমানা, একই অপরাধে “আল্লাহর দান জেনারেল স্টোর” এর ব্যবস্থাপক মোঃ মিজান’কে ৫ হাজার টাকা জরিমানা, “পাটোয়ারী স্টোর” এর ব্যবস্থাপক বিপ্লব’কে ৬ হাজার টাকা জরিমানা, “আলামিন স্টোর” এর ব্যবস্থাপক মোঃ আকরামুল’কে ৬ হাজার টাকা জরিমানা, “কামাল মাংস বিতান” এর ব্যবস্থাপক মোঃ রুস্তম’কে ১০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এবং মাসুদ আলী বেগ।
এছাড়াও এপিবিএন-৫ এর অপারেশনাল টীম গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন কুড়িল পূর্বপাড়া মোঃ মামুন (২৬), নামে এক ইয়াবা ব্যবসায়ী’কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়- সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রয় করে আসছে। ইয়াবা ও আসামিকে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হলে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়।
“ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে” বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান।