বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবার ছাত্রলীগ সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ 'পরিবেশ বিপর্যয় রোধে ছাত্র সমাজের করণীয়' শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুলাহ আল ইসলাম জ্যাকব। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঞ্চালনায় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত ও এম আমিনুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক হাবিবুলাহ বিপ্লব, স্কুল ছাত্র বিষয়ক উপ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আরাফাত, দফতর বিষয়ক উপ সম্পাদক গোলাম মোস্তফাসহ কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।
সভাপতির বক্তব্যে সারাদেশে ব্যাপকহারে বৃক্ষরোপণ করতে ছাত্রলীগকে নির্দেশ দেন সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের সারাদেশে গাছ লাগাতে হবে। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলায় পরিবেশে এর প্রভাব পড়েছে। এটা কাটিয়ে উঠতে সারা দেশে ছাত্রলীগ নেতা-কর্মীদের বনজ, ফলজ ও ভেষজ গাছ লাগাতে হবে।
তিনি বলেন, নেত্রীর নির্দেশে আমরা হাওরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। ঘূর্ণিঝড় 'মোরা'য় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছি। এবার নেত্রী নির্দেশ দিয়েছেন জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ বিনির্মাণের। ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী সারা দেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ করে আমরা প্রমাণ করব আমরাই নেত্রীর ভ্যানগার্ড। এসময় চরাঞ্চলে গাছ লাগানোর মতো মহৎ কাজ করায় ধন্যবাদ জানান ছাত্রলীগ সভাপতি।
সঞ্চালকের বক্তৃতায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ছাত্রলীগ শুধু ছাত্র সংগঠনই নয়, এটা একটি মানবিক সংগঠন। বন্যা কিংবা ঝড়, সব সময় মানুষের দুর্দিনে পাশে দাড়ায় ছাত্রলীগের নেতাকর্মী। বিপন্ন পরিবেশ রক্ষায় আমাদের সবুজের বনায়ন গড়ে তুলতে হবে। সরকারিভাবে চারাগাছ লাগানো হচ্ছে। সেই সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরা রাস্তার পাশে, বাড়ির আঙ্গিনায়, স্কুল-কলেজ চত্বরসহ আশপাশ এলাকায় বৃক্ষরোপণ করছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়ার পরপরই সারাদেশে ছাত্রলীগ নেতাকর্মীদের বৃক্ষরোপণের খবর আমরা পাচ্ছি। যারা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।
প্রধান অতিথির বক্তব্যে সবুজ বনায়ণ ও বৃক্ষরোপণে ছাত্রলীগ উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানান পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুলাহ আল ইসলাম জ্যাকব। তিনি বলেন, সরকার ও ছাত্রলীগের পাশাপাশি ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।