এক রাজস্ব কর্মকর্তাসহ তিন সোনা চোরাচালান মামলার আসামিকে জামিন দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। জামিনপ্রাপ্তরা হলেন সহকারি রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান, বিমান বাংলাদেশের ট্রাফিক হেলপার কে এম নুরদ্দিন এবং আনসার সদস্য শাহিন মিয়া।
বুধবার চট্টগ্রামের সিনিয়র জজ মো. শাহে নূর আসামিদের জামিনের শুনানী শেষে তাদের জামিন দেয়া হয়।
তবে এ মামলাটির শুনানিতে দুদকের পক্ষে আসামিদের জামিনের বিরোধিতা করেন বলে জানান দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু। তিনি বলেন, জামিন চেয়ে আবেদনে আসামিরা বলেন-তারা নিম্নপদের কর্মচারী এবং তিন মাস ধরে কারাগারে আছেন। কিন্তু আমরা এর বিরোধিতা করেছিলাম।
এর আগে মামলার অভিযোগপত্রভূক্ত এই আসামিদের মধ্যে আনিসুর রহমান ৭ মার্চ এবং কে এম নুরুদ্দিন পরেরদিন আদালতে আত্মসমর্পণ করেন। অন্যজন পুলিশের হাতে ধরা পড়েন বলে জানা যায়।
আদালত সূত্রে জানা গেছে, শাহ আমানত বিমানবন্দর দিয়ে পাচারের সময় ২৫টি সোনার বার উদ্ধারের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাটি দায়ের করে। দুদকের সহকারী পরিচালক এইচএম আখতারুজ্জামান ২০১৬ সালের ১৬ জুন এ মামলার অভিযোগপত্র জমা দেন। এর আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর নগরীর পতেঙ্গা থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা হয়।