রাজধানীর মহাখালীতে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মোকারম হোসেন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাতে মহাখালীর কলেরা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেকে পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার