রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালি এলাকায় ছোট ট্রাকের ধাক্কায় নির্মল কান্তি মজুমদার (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নির্মলকে উদ্ধার করে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে রুমা মজুমদার বলেন, নির্মল কান্তি দেশের বাড়ি পিরোজপুর থেকে যাত্রাবাড়ীর শনির আখড়ায় তার বাসায় বেড়াতে এসেছিলেন। ভোরে হাঁটতে বের হলে এ দুর্ঘটনার শিকার হন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৮ জুন ২০১৭/এনায়েত করিম