চট্টগ্রাম কাস্টম সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে গত বুধবার দিবাগত রাত থেকে সকাল সাতটা পর্যন্ত টানা সাতঘণ্টা চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ ছিল। ফলে পণ্য নিতে আসা বিপুল সংখ্যক ট্রাক-কাভার্ডভ্যানের জট তৈরি হয়েছে বন্দরের ভেতরে-বাইরে। বাধাগ্রস্থ হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া।
বন্দর সূত্রে জানা যায়, বন্দর থেকে দ্রুত পণ্য খালাস কাস্টমস কর্তৃপক্ষের অ্যাসেসমেন্ট’র উপর নির্ভর করে। জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সার্ভার সঠিকভাবে কাজ না করলে পণ্যের অ্যাসেসমেন্টও দ্রুত হয় না। সার্ভার জটিলতার কারণে প্রায় সময় পণ্য খালাসে জটিলতা দেখা দেয়।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, বুধবার রাত থেকে আজ সকাল ৭টা পর্যন্ত সার্ভার কাজ করেনি। ফলে পণ্যের অ্যাসেসমেন্টও হয়নি। বন্দরের ভেতরে-বাইরে ট্রাক ও কাভার্ডভ্যানের জট তৈরি হয়েছে। ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
তিনি বলেন, কয়েকদিন পর পর জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সার্ভারে ত্রুটি দেখা দেয়। ফলে সময়মতো পণ্য খালাস দেওয়া সম্ভব হয় না।
সার্ভারে ত্রুটি অব্যাহত থাকলে ঈদকে সামনে রেখে বন্দরে জট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন