রাজধানীর ভাটারার এক বাসা থেকে শাহীন আলম (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ভাটারা থানার নয়ানগর এলাকার একটি চারতলা ভবনের নিচতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহীন আলম গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি নয়ানগর এলাকার ওই বাসায় দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। ওই এলাকায় তাদের একটি প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বড় ভাই সারারাত দোকানদারি শেষে করে ভোরে বাসায় ফিরে শাহীনকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠায়।
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/এনায়েত করিম