ফুটবল জগতের দুই চির প্রতিদ্বন্দ্বীর নাম ব্রাজিল-আর্জেন্টিনা। জনপ্রিয় এই দ্বৈরথের খেলা মানেই সমর্থকদের তর্ক-বিতর্কের ঝড়। আর সেই উত্তেজনা ছড়াতেই আজ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় চারটা পাঁচ মিনিটে আরো একবার মাঠে গড়াবে ধ্রুপদী লড়াই।
তবে দুঃসংবাদ হলো, দেখা যাবে না নেইমার ও মেসির দ্বৈরথ। কারণ, এই ম্যাচে ব্রাজিল তাদের মূল তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামছে। এছাড়া দলে আরো নেই রিয়ালের দুই তারকা মার্সেলো ও ক্যাসেমিরো। অন্যদিকে জুভেন্টাসের হয়ে ফর্মের তুঙ্গে থাকা ডিফেন্ডার দানি আলভেজকেও রাখা হয়নি জাতীয় দলে। তবে সেলেসাওদের স্কোয়াডে ফিরেছেন ডেভিড লুইস। এ ছাড়া ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে দলে রেখেছেন কোচ টিটে।
পাশাপাশি, ব্রাজিলের বিপক্ষে পুরো শক্তির দল নিয়েই নামছে আর্জেন্টিনা। লিওনেল মেসি তো রয়েছেনই। সঙ্গে জুভেন্টাস তারকা পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়াইন, পিএসজির অ্যাঞ্জেল ডি মারিয়াও। তবে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও আগুয়েরো। এছাড়া, ২০১৩ সালের পর প্রথম আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন স্ট্রাইকার মাউরো ইকার্দি। আর অন্যদিকে, এই ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনার কোচ হিসেবে অভিষেক হচ্ছে সাম্পাওলির।
পরিসংখ্যান বলে, দুই দলের মুখোমুখি হয়েছে ১০৭ বার। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৩৮ বার ও ব্রাজিল জিতেছে ৪৬ বার। ড্র হয়েছে বাকি ২৩টি ম্যাচ। এছাড়া, আর্জেন্টিনার সঙ্গে সর্বশেষ পাঁচবারের লড়াইয়েও এগিয়ে আছে ব্রাজিল। তিনটি ম্যাচে জিতেছে ছন্দময় ফুটবলের দেশ ব্রাজিল।
বিডি-প্রতিদিন/৯ জুন, ২০১৭/ওয়াসিফ