বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ কয়টি আসন পাবে সে বিষয়ে কথা বলার আগে নিজের ঘর সামাল দিন। গতকাল রাতে ধানমন্ডিতে লক্ষ্মীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
প্রসঙ্গত, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। এর জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এ কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারবে না জেনেই আবার ২০১৪ সালের মতো ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাতে লাভ হবে না। ২০০১ সাল আর ২০১৯ সাল এক হবে না। কারণ দেশের জন্য কারা কাজ করে দেশবাসীর কাছে তা পরিস্কার। মানুষ আওয়ামী লীগের প্রতি আস্থাশীল হয়ে উঠছে। যতই দিন যাচ্ছে, ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে।
চট্রগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের প্রত্যেক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গত আট বছরে সরকারের উন্নয়নগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। একইসঙ্গে বিগত বিএনপি-জামায়াত সরকারের সময়ে দেশের কি অবস্থা ছিল, এখন কি পরিবর্তন হয়েছে সেগুলো জানান দিতে হবে। তার মতে, একটি কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ থাকে, তখন কেউ পরাজিত করতে পারে না। অতীতের ন্যায় আগামীতেও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহল আমিন, রামগঞ্জ থানা সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক আনোয়ার হোসেন খান, চেয়ারম্যানদের মধ্যে মজিবুর রহমান, জাহিদুর রহমান, সুরাইয়া আক্তার, আবদুল করিম মাস্টার, মিজানুর রহমান, মাহেন আরা পান্না, কামাল হোসেন ,কৃষকলীগ সভাপতি আবুল কাসেম, নুর হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/৯ জুন, ২০১৭/ওয়াসিফ