ঈদের ১০ দিন আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস প্রদান এবং যানবাহনের ভাড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন মোল্লা এবং বন্ধু সংগঠক অধ্যাপক বাদল বিশ্বাস সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, যে কোন উৎসবে বাড়ি ফেরা ও কর্মস্থলে পৌঁছাতে খেটে খাওয়া মানুষদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা অসহনীয় হয়ে উঠেছে। শ্রমিকদের ন্যায্য মজুরী দেয়া হচ্ছে না। উৎসব এলেই যানবাহন ভাড়া বাড়িয়ে দেয়া হয়। অথচ এসবের বিরুদ্ধে সরকারের কোন পদক্ষেপ নেই।
এসময় বক্তারা ঈদের ১০দিন আগে বেতন-বোনাস প্রদান, যানবাহনের ভাড়া কমানো, ন্যায্য মজুরী, প্রাপ্য ছুটি, জীবনের নিরাপত্তাসহ বিভিন্ন দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল