আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে পুনরায় নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদে চা শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।
আগামী নির্বাচনে প্রার্থী হবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি আছি, তবে দাঁড়াবো কি না সেটা পরে দেখা যাবে।’ তবে অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আগামী নির্বাচনে সিলেট-১ আসন থেকে অংশ নেওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদও ব্যক্ত করেন।
এর আগে অর্থমন্ত্রী একাধিকবার আগামী নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেছিলেন। নিজের ছোট ভাই জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবুল মোমেনকে প্রার্থী হিসেবেও তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন।
এদিকে, সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সবচেয়ে বড় বাধা ছিল জায়গা। জায়গার সমস্যার সমাধান হয়ে যাওয়ায় এ বছরই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী সকালে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য জায়গাও পরিদর্শন করেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী চা শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এসময় তিনি বলেন, আগামী বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে। গণতন্ত্রের রক্ষাকবচ হচ্ছে নির্বাচন। কারণ নির্বাচনে জনগণ প্রার্থীদের শিক্ষা দিতে পারেন। প্রার্থীরা জনগণের সাথে খারাপ ব্যবহার করলে নির্বাচনে তারা তাকে প্রত্যাখান করেন, আর ভালো কাজ করলে তাকে গ্রহণ করেন। গত ৮ বছর ধরে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার প্রধান শেখ হাসিনারও একমাত্র লক্ষ্য জনকল্যাণ। শেখ হাসিনার এই অবদানের কথা আগামী নির্বাচনে মনে রেখে সাধারণ মানুষকে নৌকা প্রতীকে ভোট দেওয়ারও আহবান জানান তিনি।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল