চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বর্জ্য অপসারণ কাজে ব্যবহৃত কোটি টাকা দামের হুইচ মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে দুই চোর।
শুক্রবার ভোরে নগরীর চকবাজার ধুনীর পুল থেকে চসিকের কর্মকর্তা সেজে ক্রেন ও ট্রাক ভাড়া করে হুইচ মেশিনটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
চোরেরা হলো- বোয়ালখালীর সৈয়দপুরের মৃত নুরুল ইসলামের ছেলে এসএম আয়াজ (৪৭) ও খাগড়াছড়ির মাটিরাঙার আহমদ জামালের ছেলে রাশেদ (২৬)।
জানা যায়, নগরীর চকবাজার ধুনীর পুলের পাশে ছিল চসিকের হুইচ মেশিন। সকালে এটি চুরির খবরে চসিকের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক এ ব্যাপারে খবর নেন। পরে সাগরিকা বাদশা স্কেলের কাছে গাড়ির ওপর রাখা মেশিনটি দেখতে পান। সময় আনসার সদস্যদের সহায়তায় তাদের আটক করেন তিনি। পরে তাদের চকবাজার থানায় সোপর্দ করা হয়।
গাড়িচালক ও ক্রেন অপারেটরের বরাত দিয়ে চসিকের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক বলেন, ওয়াকিটকির মতো মোবাইল দেখিয়ে চোরেরা চসিকের কর্মকর্তা সেজেছিল। তাদের চসিকের কাজের জন্যই ভাড়া করা হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৭/আরাফাত