চট্টগ্রামে গত কয়েক সপ্তাহ ধরে সবজির বাজার স্থির থাকায় ক্রেতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তবে একই সময় বাজারে নানা রকমের মাছের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। নগরীর প্রধান প্রধান বাজার ঘুরে এ তথ্য জানা যায়।
গতকাল বাজারে প্রতি কেজি পটল বিক্রি হয় ২০ থেকে ৩০ টাকা, টমেটো ১৫ থেকে ২০ টাকা, কাঁকরোল ২০ থেকে ৩০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা। প্রতি কেজি চিচিঙ্গা, বরবটি ও বেগুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, শসা ২০ থেকে ৩০ টাকা।
সবজি ক্রেতা হামিদ হোসাইন আজাদ বলেন, বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও মাছ মাংসের দাম অস্থির। বাজারের বর্ধিত চাহিদাকে পুঁজি করে মাছের অতিরিক্ত মূল্য আদায় করছে।
রিয়াজউদ্দিন বাজারের সবজির খুচরা বিক্রেতা করিম উদ্দিন বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সবজির বাজার স্থির। উল্টো কয়েকটি কাঁচা সবজির দাম গতক সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমছে।
তবে সবজির বাজার স্থির থাকলেও অস্থির মাছের বাজার। বাজারে প্রতি কেজি লইট্টা মাছ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, তেলাপিয়া মাছ ১২০ থেকে ১৫০ টাকা, মৃগেল মাছ ১৪০ টাকা, রুই মাছ ২২০ থেকে ৩০০ টাকা, কাতল মাছ ২০০ থেকে ৩০০ টাকা, চিংড়ি মাছ ৪০০ থেকে ৫০০ (আকারভেদে)।
সিরাজুদ্দৌলা রোডের মাছ বিক্রেতা রিফাত উদ্দিন বলেন, মাঝখানে কিছুদিন সাগরের মাছ ধরা বন্ধ থাকায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম ছিল। তাছাড়া রমজানের সময় মাছের বাড়তি চাহিদা থাকে। তাই দাম একটু বেশি হয়েছে।
জানা যায়, বর্তমানে বাজারে ব্রয়লার মুরগির দামও কমছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩৫ টাকা। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৪৫ টাকা।
বক্সির হাটের মুরগি বিক্রেতা আশরাফ আলম বলেন, রমজান আসার পর থেকে ব্রয়লার মুরগির দাম কমছে। কারণ বর্তমানে প্রায় হোটেল বন্ধ। ফলে এখন চাহিদা কম। তবে রমজানের শেষের দিকে মুরগির দাম বাড়তে পারে।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৭/আরাফাত