সাভারে যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সালের মৃত্যুর ঘটনায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সাভার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকালে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। মানববন্ধনে ছাত্রলীগের কয়েক শ' নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা দাবি বলেন, বাদশা ফয়সালের খুনিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনের আগে সিএম বাদশা ফয়সাল স্মরণে সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৪ জুন জমি দখলকে কেন্দ্র করে সাভারের জামসিং টেউটি এলাকায় যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সালকে টেটা নিক্ষেপ ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
বিডি প্রতিদিন/১০ জুন, ২০১৭/ফারজানা