রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় লেগুনার ধাক্কায় অজ্ঞাত পরিচায় (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কাজলা এলাকার অনাবিল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় রূপচাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী কাজলা এলাকায় অনাবিল হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী লেগুনার ধাক্কায় দু’জন আহত হন। এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি মারা যান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চত করে বলেন, নিহতের পরিচায় জানা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৭/হিমেল