চট্টগ্রামে ৯৮১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মো. এরশাদ এবং হারুন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে ফেনসিডিল পরিবহনে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আজ দুপুরে জেলার সীতাকুণ্ড উপজেলার বড় দারগারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, একটি মাইক্রেবাসে করে ফেনসিডিল পরিবহণ করা হচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৯৮১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার