সিলেটে বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে জুনায়েদ সিদ্দিক (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে নগরীর উপশহরের ১৪ তলা বিশিষ্ট মাল্টিপ্ল্যান ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিন্দাইর গ্রামের ডা. মোহাম্মদ আলীর ছেলে। তিনি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (বাংলা) ২য় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, ওই ভবনে থাইয়ের কাজ করতে গিয়ে মইয়ের বাঁশ ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন জুনায়েদ। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, এই বহুতল ভবনের থাই ও গ্লাস লাগানোর কাজের ঠিকাদারী নেন জুনায়েদ। সে সুবাদে ভবনের পঞ্চম তলায় থাই গ্লাসের কাজ করতে গিয়ে মইয়ের বাঁশ ভেঙে নিচে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৭/এনায়েত করিম