ইয়াবা বহনের দায়ের মো. রফিক নামে এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার মহানগর দায়রা জজ মো. শাহে নুর এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ইয়াবা পরিবহনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রফিককে ছয় বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের করাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ জুন ৮০০ পিস ইয়াবাসহ রফিককে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই বছরের ৭ জুলাই অভিযোগপত্র দাখিল করে। ২৭ নভেম্বর অভিযোগ গঠন হয়। পাঁচজনের সাক্ষ্য শেষে এ আদেশ দেন আদালত।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৭/মাহবুব