দু'দিন ধরে নিখোঁজ রয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী সাইফুদ্দিন আল মাহমুদ ফাহিদ। গত শুক্রবার রাতে নিখোঁজ হন ফাহিম।
ফাহিমের নিখোঁজের এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরী করেছে তার পরিবার।
ফাহিমের বাবা হেলাল উদ্দিন বলেন, এইচএসসি পরীক্ষা দেয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য ঢাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হয় ফাহিম। ঢাকায় এক আত্মীয় বাসায় থাকা খাওয়া করত। শুক্রবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। চট্টগ্রাম পৌঁছানোর পর রিক্সা করে বাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় ফাহিম। এরপর থেকেই তার মোবাইল বন্ধ রয়েছে। এ ব্যাপারে নগরীর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।