রাজধানীর পরিবাগে ৭ তলা একটি ভবনের বারান্দা থেকে পড়ে রহিমা আক্তার বেবি (৩০) নামে এক গৃহকর্মী গরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত বেবি ঝালকাঠির রাজাপুর উপজেলার আধাখোলা গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে।
খবর পেয়ে তার ছোট ভাই শুকুর আলী ঢামেকে ছুটে আসেন। তিনি জানান, শাহবাগের পরিবাগ মাজার সংলগ্ন একটি এপার্টমেন্টের ৭ম তলায় গত ১৫/১৬ দিন যাবৎ গৃহকর্মী হিসেবে কাজ করেছিলেন বেবি।
বেবিকে মারধর করে ৭ তলার পিছনের বারান্দায় দিয়ে তাকে হত্যার উদেশ্যে নিচে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বেবির ভাই শুকুর আলী।
তিনি জানান, যেদিন থেকে সালেহ আহম্মদের বাসায় কাজ নিয়েছিলেন তার বোন বেবি। সেদিন থেকে তাদের সাথে যোগাযোগ করতে দিতেন না গৃহকর্তা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে আছি, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।