চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার ওভারব্রিজের নিচে ট্রেনে কাটা পড়ে আয়েশা নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত আয়েশার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, ধারণা করছি আয়েশা পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ এর মধ্যে হবে। তার লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/১ জুলাই ২০১৭/হিমেল